বিয়ে হয়েছে, এক রাতও কাটেনি। এর মধ্যেই এক কাণ্ড ঘটিয়ে বসলো এই কনে। প্রায় আড়াই লাখ টাকার গয়না নিয়ে শ্বশুরবাড়ি থেকে পালানো সে। এমননি একটি ঘটনা ঘটেছে দিল্লির সরোজিনী নগরের। খবর জি নিউজের।
গত ২৩ ফেব্রুয়ারির ঘটনা। ২৬ বছরের ওই যুবতীর সঙ্গে বিয়ে হয় শ্যামবাবু নামের ওই এলাকার যুবকের। পরদিন সকালে শ্যামবাবুর বাড়ির লোক নতুন বউকে ঘুম থেকে ডাকতে ঘরে গেলে, দেখে যে ওই তরুণী ঘরে নেই। সেইসঙ্গে নেই ওই যুবতীর সঙ্গে থাকা স্যুটকেসটিও। তারপরই দেখা যায়, বিয়ের আড়াই লাখ টাকা গহনা নিয়ে পালিয়েছে ওই তরুণী। খোঁজ করতে ফোন দেওয়া হয় তার মোবাইলে। কিন্তু দেখা যায় ফোনটি সুইচড অফ।
এই ঘটনায় নাজিরাবাদ থানায় অভিযোগ দায়ের করেন শ্যামবাবু। অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব