স্পেনের বার্সেলোনায় একটি ভিন্ন রকমের পতিতাপল্লী সন্ধান পাওয়া গেছে। ওই পতিতাপল্লীতে কোনো যৌনকর্মী নেই। তার বদলে আছে চারটি সেক্স ডল।
প্রত্যেকটির ওজন ৪০ কেজির আশেপাশে। দেখতে আলাদা। চেহারাও বিভিন্নরকম। খদ্দেরদের পছন্দ অনুযায়ীই সাজিয়ে তোলা হয় তাদের। হুবহু মানুষের মতোই দেখতে ওই সেক্স ডলগুলো।
প্রত্যেকটি সেক্স ডলকে খদ্দেরদের ইচ্ছে অনুযায়ী সাজিয়েই পাঠানো হয়। এরপর তাদের সঙ্গে খুশিমতো সময় কাটাতে পারেন যে কেউ। প্রতি ঘণ্টায় তার জন্য দিতে হয় ৭০ পাউন্ড। তবে চাহিদার ভিত্তিতে কখনও কখনও তা গিয়ে ওঠে ১০০ পাউন্ডেও।
বার্সেলোনার ওই পতিতাপল্লীর দাবি, ইউরোপে প্রথম তারাই এই সার্ভিস চালু করেছে। তবে জাপান ও চীনে এরকম পতিতাপল্লির খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, সেখানে এগুলো নাকি বেশ জনপ্রিয়।
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৭/ফারজানা