স্যান্ডেলকে চলতি ভাষায় অনেকেই চপ্পল বলে অভিহিত করেন। কিন্তু, নাহ্! আর সেভাবে স্যান্ডেল-চপ্পল এক করলে চলবে না। নির্দেশ জারি করেছে ভারতের দিল্লির হাইকোর্ট।
কেন এমন নির্দেশ জানতে হলে, পিছিয়ে যেতে হবে কয়েক বছর। ঘটনাটি ২০০৩ সালের। নয়ডার এক ‘ফুটওয়্যার’ কোম্পানি, তাদের তৈরি ‘লেডিজ লেদার স্যান্ডেল’ রফতানি করতে গেলে, দিল্লির কাস্টমস ডিপার্টমেন্ট তা আটকে দেয়। কাস্টমস দফতরের তরফ থেকে জানানো হয় যে সেগুলি স্যান্ডেল নয়, চপ্পল। অন্যদিকে, কাউন্সিল অফ লেদার এক্সপোর্টস-ও কোম্পানির তরফে সায় দিয়ে বলে যে, সেগুলি স্যান্ডেল-ই। এরপরে, পুরো ব্যাপারটাই চলে যায় হাই কোর্টে।
স্যান্ডেল রফতানি করতে ১০% কাস্টমস ডিউটি ড্রব্যাক দিতে হয়। কিন্তু, চপ্পলের ক্ষেত্রে তা মাত্র ৫%।
স্বাভাবিক কারণেই, চেন্নাইয়ের ‘ফুটওয়্যার’ কোম্পানিটি ১০% কাস্টমস ডিউটি ড্রব্যাক দাবি করে রফতানির সময়। আর তখনই গোল বাধে শুল্ক দফতরের সঙ্গে। এবং, দিল্লি হাইকোর্ট ফয়সালা করে এই মর্মে যে, চটির পিছন দিকে যদি ‘স্ট্র্যাপ’ থাকে, তা হলে তাকে চপ্পল বলেই গণ্য করা হবে। ব্যাক-স্ট্র্যাপ না হলেই তা হবে স্যান্ডেল।