বই বা সংবাদপত্র যত পুরনো হয় ততই তার রং বদলে গিয়ে হলুদ বা বাদামি হয়ে যেতে থাকে। কিন্তু কেন এমনটা হয় জানেন?
কাগজ তৈরি হয় কাঠের মণ্ড থেকে। এই কাঠের মণ্ডে দু’টি জিনিস প্রচুর পরিমাণে থাকে। একটি হল সেলুলস এবং লিগনিন। ধীরে ধীরে এই উপাদানগুলো অক্সিজেন এবং সূর্যের আলোর সংস্পর্শে এসে প্রাকৃতিক নিয়মেই ইলেক্ট্রন ক্ষয় করতে থাকে।
এ পদ্ধতিকে বলা হয় অক্সিডেশন। যত ইলেক্ট্রন ক্ষয় হয়, তত পুরনো কাগজের রং বাদামি বা হলুদ হয়ে যায়।
এই কারণেই গুরুত্বপূর্ণ জিনিস ছাপা হলে তা এমন কাগজে ছাপার চেষ্টা করা হয় যার মধ্যে লিগনিনেপ মাত্রা কম থাকে, ফলে সেই কাগজও দীর্ঘস্থায়ী হয়।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৭/ফারজানা