মালয়েশিয়ার ওয়েলশ নদীর তীরে পাওয়া গেল আঠারো শতকের একটি পুরানো তলোয়ার। রাতের অন্ধকারে মাছ ধরার সময় সেটি উদ্ধার করেন অ্যান্ডু ডেভিস নামের এক ব্যক্তি। তলোয়ারটি হাতে নিয়ে তিনি অবাক।
অ্যান্ডু জানিয়েছেন, এতদিনের মাছ ধারর অভিজ্ঞতায় এমন তলোয়ার জীবনেও দেখেননি তিনি। পাওয়ার সঙ্গে সঙ্গে সেটিকে কাছের মিউজিয়ামে নিয়ে যান অ্যান্ডু। মিউজিয়াম কর্তৃপক্ষ তাকে জানিয়েছিলেন এটি একটি ঐতিহাসিক নিদর্শন।
তলোয়ারটি মিউজিয়াম কর্তৃপক্ষ পরীক্ষা করে জানিয়েছেন, সেটি মালয়েশিয়ার প্রাচীন নিদর্শন। তবে কেমন ভাবে সেটি নদীর তীরে পৌঁছাল সেই বিষয়ে তদন্ত চলছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যাণ্ড, সিঙ্গাপুর ও ফিলিপিন্সের সংস্কৃতির সঙ্গে মিল রয়েছে তলোয়ারটির।
Carmarthen Coracle and Netsman Association সভাপতি মিস্টার ডেভিস জানিয়েছেন, তলোয়ারিটির উৎস জানতে পেরে হতবাক তিনি। এটি রোমান কোনও তলোয়ার হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮