গভীর সমুদ্রের পানির নিচে ফটোশুট করতে গিয়ে মাংসাশী প্রাণি হাঙরের কামড় খেলেন মলি কাভালি নামের এক আমেরিকান মডেল। ফ্লোরিডার সমুদ্রে নেমে ফটোশুট করার সময় এ ঘটনাটি ঘটে।
ফ্লোরিডার ওই সমুদ্র হাঙরে ভরপুর। সেখানেই একটি খাঁচার মধ্যে ঢুকে তিনি পানির নিচে নামেন কাভালি। মাঝ সমুদ্রে খাঁচার মধ্যে ভাসছেন মডেল আর তাঁর চারদিক ঘুরে বেড়াচ্ছে অসংখ্য হাঙর। এটাই শুট করতে চাইছিলেন তিনি। ওই ভাসমান খাঁচার মধ্যে নামার কিছু পরেই তিনি লক্ষ্য করেন তাঁর চারপাশটা রক্তে ভেসে যাচ্ছে। কী হয়েছে প্রথমে বুঝতে পারেননি। তড়িঘড়ি উপরে উঠে আসেন। উপরে এসে পায়ের দিকে চোখ পড়তেই আঁতকে ওঠেন। বাঁ পায়ের গোড়ালিটা রক্তে ভেসে যাচ্ছে। আর সেখানে হাঙরের দাঁতের দাগ স্পষ্ট।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব