টেক্সাসের রেডিও স্টেশন ‘৯৬.৭ কিস এফএম’ সবাইকে চমকে দিয়ে সম্প্রতি অভিনব এক প্রতিযোগিতার আয়োজন করে। অদ্ভুত এই প্রতিযোগিতায় কাজ ছিল গাড়িকে কতক্ষণ চুমু খেতে পারবেন। যে দীর্ঘ সময় চুমু খেতে পারবে, তার হাতে তুলে দেয়া হবে পুরস্কারের ঐ গাড়িটা। চুমুটা খেতে হবে গাড়ির বডিতে।
কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির নামের সাথে মিল রেখে ঐ প্রতিযোগিতার আয়োজন করে। নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিযোগীকে টানা ৫০ ঘণ্টা গাড়িটিতে ঠোঁট লাগিয়ে চুমু খেয়ে যেতে হবে। প্রতি ঘণ্টায় ১০ মিনিট করে বিরতি দেওয়া হয়। এই ১০ মিনিটে প্রতিযোগীরা তাদের খাওয়া, গোসল বা বাথরুমের কাজ সারতে পারবেন। ৫০ ঘণ্টা যখন শেষ হয়, তখন ৭ জন প্রতিযোগী শেষ পর্যন্ত টিকে ছিল। তাদের মধ্যে থেকে লটারি করে ডিলানি জয়সুরিয়া নামক এক নারীকে ভাগ্যবান বিজয়ী ঘোষণা করা হয়। সূত্র: ইন্টারনেট।
বিডি প্রতিদিন/এ মজুমদার