আয়ারল্যান্ডের এই সমুদ্রতটটি ৩০ বছর আগে উধাও হয়ে গিয়েছিল। আবার বছর তিরিশ পরে সেই সমুদ্রতটের উদয় হল। আয়ারল্যান্ডের পশ্চিম তটের এই বিচ চলে গিয়েছিল সমুদ্রের অতলে।
অ্যাকিল দ্বীপে ছোট্ট গ্রাম দুয়াগের কাছেই ৩০০ মিটার লম্বা এই সমুদ্রতট ১৯৮৪ সালের এক ভয়াবহ ঝড়ের জেরে উধাও হয়ে গিয়েছিল। তবে গত মাসের বসন্তের উত্তাল ঢেউয়ের সৌজন্যে ফের অতলান্তিক সাগরের গভীর থেকে ফিরে এসেছে এই সমুদ্রতট।আইরিশ টাইমস সংবাদপত্রকে দেওয়া একটি সাক্ষাত্কাীরে অ্যাকিল ট্যুরিজিম দপ্তরের এক আধিকারিক শন মলি জানিয়েছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিচেই এক সময়ে চারটি বড় হোটেল এবং বেশ কিছু গেস্ট হাউজ ছিল। ইতমধ্যে অ্যাকিল-এ পাঁচটি ব্লু-ফ্ল্যাগ বিচ আছে। সূত্র: এই সময়।
বিডি প্রতিদিন/এ মজুমদার