সার্কাস চলাকালীন সময় হঠাৎ রিং মাস্টারকে আক্রমণ করে বসেছে সিংহ। এসময় গুরুতর আহত হন তিনি। এছাড়া গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে গত রবিবার ফ্রান্সের একটি শহরে।
এ ব্যাপারে ফেসবুকে ভিডিও প্রকাশ করে এক দর্শক জানান, সার্কাস চলাকালীন সময় রিং মাস্টার সিংহটির পাশেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সার্কাসের মাঝে হঠাৎ করেই তাকে আক্রমণ করে সিংহটি। এসময় দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ধোঁয়া দিয়ে অন্ধকার করে মাস্টারকে উদ্ধার করা হয়।
এমন দুর্ঘটনায় শিশুদের উপর বেশি প্রভাব পড়ে বলে ঐ দর্শক আরও জানান, সেই ঘটনার পর তার ছোট মেয়ে সারা রাত ঘুমাতে পারেনি এবং কিছুক্ষণ পর পরই কেঁদে উঠছে।
এদিকে সেই রিং মাস্টারের পরিবারের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, ৪-৫ ঘন্টা অপরেশনের পর বর্তমানে ভালো আছেন তিনি। তবে কিছুদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
(দ্য মেইল অনলাইন অবলম্বনে ওয়াসিফ)
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৭/ওয়াসিফ