পুকুরের পানিতে অতিরিক্ত মাত্রায় দূষণের কারণে একশোর বেশি লুপ্তপ্রায় কচ্ছপের মৃতদেহ ভেসে উঠল ভারতের আগ্রার একটি গ্রামের পুকুরে। আগ্রা থেকে আশি কিলোমিটার দূরে পিনহাট থানার অন্তর্গত ছাদ্দামিপুর গ্রামে ঘটেছে ঘটনাটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ফরেস্ট রেঞ্জার্স ও জেলার বন বিভাগের অফিসাররা। উদ্ধার করা হয়েছে কচ্ছপ গুলির দেহ।
বন দপ্তরের কর্তারা জানিয়েছেন, সম্ভবত পুকুরের পানিতে অতিরিক্ত মাত্রায় দূষণের কারণেই মৃত্যু ঘটেছে কচ্ছপ গুলোর। তবে ময়না তদন্তের আগে এই বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলতে পারছেন না তারা।
গ্রামবাসীরা জানিয়েছেন, পাঁচশোর বেশি কচ্ছপ বসবাস করে পুকুরটিতে। কিন্তু এখন দেখা মিলছে না একটিও জীবিত কচ্ছপের।
বিডি প্রতিদিন/এ মজুমদার