ছবিতে ভূত তো প্রচুর দেখেছেন, দেখেছেন সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া বহু ভিডিওতেও৷ কিন্তু এবার যা ঘটল তা আপনাকে ভাবাবেই৷ কারণ এবার এক ভূতের ছবি তুলে নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন এক গায়ক৷ আর তা পোস্ট করা মাত্রই সঙ্গে সঙ্গেই ভাইরাল৷
এমন ঘটনা ঘটেছে পাকিস্তানের হায়দ্রাবাদে৷ আর সেই ছবি পাকিস্তানের জনপ্রিয় গায়ক ফাকির মেহমুদ নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে শেয়ার করায় তা ছড়িয়ে পড়েছে আরও৷ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছে এই ছবি৷ কারও বক্তব্য মেয়েটির ওপর ময়দা পড়েই এই অবস্থা৷ আবার কেউ লিখেছে, ডেটিংয়ে যাওয়ার সময় মেয়েটির এই অবস্থা হয়৷ আবার মজা করে অন্য আরেকজন লেখে এই ভূত খুব মডার্ন, ক্যামেরার সামনে পোজও দেয়৷
তবে ভূতে বিশ্বাস করা না করা সে এক বিতর্কের বিষয়৷ গায়কের পোস্টটি এতোটাই ভাইরাল হয়েছে যে, হয়তো তা ঘুরে ফিরে পৌঁছে যেতে পারে আপনার কাছেও।
বিডি-প্রতিদিন/ ১১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯