আত্মহত্যা করবেন বলে ঠিক করেছেন। সেই অনুযায়ী ১৬তলা ভবনের ঠিক কার্নিসে বসেছিলেন চীনের এক নারী। জায়গা এমন যে কেউ চেষ্টা করলেও তাকে বাঁচানো এক প্রকার অসম্ভব। শুধু তাই নয়, সে চেষ্টা করবে তারও প্রাণ যেতে পারে। তবে নিজের জীবনের পরোয়া না করে ঝুঁকিপূর্ণ সেই কার্নিস থেকে নারীকে টেনে তুললেন ফায়ার সার্ভিসের এক কর্মী।
মানসিকভাবে বিধ্বস্ত এ ধরনের আত্মহত্যাপ্রবণ মানুষের কাছে সময়মতো পৌঁছনো গেলে অনেক সময় প্রাণ বাঁচানো সম্ভব হয়। এক্ষেত্রেও তাই হল। একটা সরু বিমের ওপর দিয়ে হেঁটে ওই নারীর কাছে পৌঁছে গেলেন চীনের এক দমকলকর্মী। তারপর নারীকে জাপটে ধরে কার্নিস থেকে উঠিয়ে আনার চেষ্টা করেন। প্রথমে বাধা দিলেও শেষপর্যন্ত ওই নারীকে বুঝিয়ে নিরস্ত করা সম্ভব হয়। কার্নিস থেকে তাঁকে উঠিয়ে আনা হয়।
ভিডিও:
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৭/মাহবুব