ছোট্ট ফুটফুটে মেয়ে, বয়স মাত্র চার মাস। দেখে বোঝার উপায় নেই পর পর ৬ বার হার্ট অ্যাটাক হয়েছে তার। হাসপাতালের লোকেরা ওকে ডাকে 'আশ্চর্য শিশু' নামেই। ৬টি হার্ট অ্যাটাক আর ১২ ঘণ্টার অস্ত্রোপচারের ধকল সামলে ৪ মাসের বিদীশা ঘরে ফিরছে মা–বাবার কোল আলো করে।
ভারতের মহারাষ্ট্রের কল্যাণের বাসিন্দা বিশাখা ও বিনোদ ওয়াগমারের আদরের মেয়ে বিদীশা জন্মের ৪৫ দিনের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বারবার বমি করে অজ্ঞান হয়ে পড়তে থাকে। যতবারই বিদীশাকে দুধ খাইয়েছেন বিশাখা ততবারই সে বমি করে অজ্ঞান হয়ে যায়। দ্রুত বিদীশাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে বি জে ওয়াদিয়া হাসপাতালে রেফার করে। সেখানে নিয়ে গেলে ডাক্তাররা পরীক্ষা করে বলেন হার্টের একটি বিরল রোগে আক্রান্ত চার মাসের এই ছোট্ট শিশু। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ট্রান্সপোজিশন অব দ্য গ্রেট আর্টারিজ।
যেকোনও সাধারণ হার্টের থেকে তার হার্ট একেবারে আলাদা ছিল। হাসপাতালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বিশ্ব পাণ্ডা ১৪ মার্চ বিদীশার হার্ট অপারেশন করেন। প্রায় ১২ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। কিন্তু তার পরে বিদীশার হার্টে অবস্থা ফিরলেও ফুসফুসের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। টানা ৫১ দিন আইসিসিইউতে ছিল সে। হার্ট ও ফুসফুসের ছন্দ না মেলায় আইসিসিইউতে থাকার সময়ই পর পর ৬ বার হার্ট অ্যাটাক হয় বিদীশার। ৪ মাসের ছোট্ট শিশুর জীবনীশক্তির কাছে হার মানতে হয়েছে মৃত্যুকে। এখন সে সুস্থ। আর কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরবে সে।
বিদীশার চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। কিন্তু বিপাশা ও বিনোদ মাত্র ২৫ হাজার টাকাই মেয়ের চিকিৎসার জন্য জোগার করতে পেরেছিলেন। বাকিটা হাসপাতাল এবং বিভিন্ন দাতার অনুদানে হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪