সম্প্রতি লালমনিরহাটে প্লাস্টিকের বোতল দিয়ে নির্মাণাধীন একটি বাড়ি নিয়ে তোলপাড় শুরু হয় চারদিকে। সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ভাইরাল হয়ে যায় তার ছবি। সেই রেশ শেষ না হতেই এবার ভারতের হায়দ্রাবাদে দেখা মিলেছে বোতলের তৈরি যাত্রী ছাউনি। ১০ মে বুধবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে এই যাত্রী ছাউনিটিকে বলা হয়েছে ‘রিসাইকেলড বাস স্টপ’। কারণ এই যাত্রী ছাউনিটি তৈরি পরিত্যক্ত বোতল দিয়ে। এর জন্য প্রয়োজন পড়েছে প্রায় এক হাজারটি প্লাস্টিকের বোতল। আর এটি নির্মাণ করেছেন ব্যম্বো হাউজ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা প্রশান্ত। এ ব্যাপারে তিনি জানান, এই যাত্রী ছাউনিটি ৮ ফুট উঁচু। আর এটি নির্মাণে সময় লগেছে দুই থেকে তিন দিন। আর কাজ করেছেন ২০ জন লোক।
খরচের দিক থেকেও খুব একটা ব্যয়বহুল না এই যাত্রী ছাউনিটি। মাত্র ১৫ হাজার রুপিতেই তৈরি গয়েছে এটি। যেখানে ইট-সিমেন্ট দিয়ে তৈরি একটি যাত্রী ছাউনি তৈরিতে খরচ পড়ে দুই থেকে আড়াই লাখ রুপি।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৭/ওয়াসিফ