খুব কাছ থেকে বিশাল আকারের দুটি তিমির লাফালাফির দৃশ্য সিডনি হারবারে ক্যামেরাবন্দি করেছেন পর্যটক ও ফটোগ্রাফাররা। ভিডিওতে দেখা যায় যে, তিমিগুলোর পানিতে দারুণ লাফালাফির দৃশ্য। এ দৃশ্যকে ক্যামেরায় ধারণ করা ১০ বছরের মধ্যে সেরা দৃশ্য বলে মানছেন অনেকেই। বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।
দুটি তিমিকে এ সময় একত্রে পানিতে ডুবতে ও ভেসে উঠতে দেখা যায়। পরপর বেশ কয়েকবার তারা এ কাজ করে।
এ সময় তিমিগুলো বিশাল দেহ নিয়ে পানির সম্পূর্ণ ওপরেও উঠে আসে। এ দৃশ্য দেখে অনেকেই অভিভূত হয়ে পড়েন।
বিডি প্রতিদিন/এ মজুমদার