মুঘল সাম্রাজ্যের অন্যতম ক্ষমতাধর শাসক ছিলেন আওরঙ্গজেব। সেই সময় ধনসম্পত্তিতেও তিনি অনেকের থেকে এগিয়ে ছিলেন। বিশাল এলাকা জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছিলেন তিনি।
সম্প্রতি তাকে নিয়ে লেখা এক বইতে তার সম্পর্কে অনেক অজানা তথ্য দিলেন বিশিষ্ট ঐতিহাসিক অদ্রে ত্রুশে।
ঐতিহাসিক তার লেখায় আওরঙ্গজেবকে ‘ভারতের সব থেকে বিতর্কিত সম্রাট’ বলে দাবি করেন। তিনি এমন কিছু বিষয় তুলে ধরেছেন যা ভারতীয়দের কাছে অজানা ছিল।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সে বিষয়ে উত্তর দেন ত্রুশে।
ধর্মান্ধ বলেই আওরঙ্গজেবকে চেনে মানুষ। কিন্তু এই লেখিকার দাবি, বাস্তব জীবনে আদৌ এমনটা ছিলেন না আওরঙ্গজেব। তিনি বলেন, যত না মন্দির ধ্বংস করেছিলেন তার থেকে বেশি মন্দির তৈরি করেছিলেন আওরঙ্গজেব। তার কর্মচারী হিসেবে সব থেকে বেশি হিন্দুকে নিয়োগ করেছিলেন তিনি। এছাড়া, সারাজীবন ধরে হিন্দু চিকিৎসকের পরামর্শই নিয়েছেন ওই মুঘল সম্রাট।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন