প্যাকেট খুলতেই ফোঁস করে উঠল সাপ। ভয়ে তখন চিৎকার করছেন মহিলা। বাকিরাও আতঙ্কিত। কে জানত প্যাকেটের মধ্যে বিড়ে পাকিয়ে সেটা বসে রয়েছে।
এমনই ঘটনা চীনের। এক মহিলা অনলাইনে নকল সাপ কিনতে অনলাইনে অর্ডার দিয়েছিলেন। নির্দিষ্ট সময়েই তার অর্ডার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মনের আনন্দে প্যাকেট খুলতেই ঘটেছে বিপত্তি। একটা জ্যান্ত সাপ সেখান থেকে বেরিয়ে এসেছে। বোঝো কাণ্ড। এমনও হয় নাকি?
চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে, প্যাকেটের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে থাকা সাপটিকে প্রথমে নকল বলেই মনে করছিলেন ওই চীনা মহিলা। বেশ রঙচঙে। খুশি হয়ে সেটা বের করতে গিয়েই বোঝেন নকল নয় আস্ত জ্যান্ত সাপ সেটা। হইহই পড়ে যায়।
বাড়ি মাথায় করে চিৎকার থাকেন মহিলা। কী হয়েছে তা জানতে এসেছিলেন প্রতিবেশীরা। সাপ দেখে তারাও ভয় পেয়ে যান। পরে সেই সাপকে পিটিয়ে মেরে ফেলা হয়। তাতেও ভয় কাটেনি মহিলার।
খবর পেয়ে পোঁছে যান বনকর্মীরা। তাদের বক্তব্য, গরমের কারণে হয়ত সাপটা ডেলিভারি ব্যাগের ভিতর ঢুকে গিয়েছিল। সাপটা নির্বিষ বলেই জানিয়েছেন তারা। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে অনলাইন শপিং কোম্পানির বিরুদ্ধে। তাদের দাবি, কী করে সাপ ঢুকল তা জানি না। এরকম তো আগে কখনও হয়নি।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/আরাফাত