যাত্রীর সঙ্গে ভারতীয় অন্যতম বৃহত্তম বিমানসংস্থা ইন্ডিগোর কর্মীদের হাতাহাতির অভিযোগ উঠেছে। গত ১৫ অক্টোবর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশটির সরকার তদন্তের নির্দেশ দিয়েছে।
মার খাওয়া সেই পুরুষ যাত্রীর নাম রাজীব খাটিয়াল। তিনি চেন্নাই থেকে ইন্ডিগো বিমানে দিল্লি এসে পৌঁছানোর পরেই এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, তর্ক বাধার এক পর্যায়ে ইন্ডিগোর দুই রাজিব খাটিয়ালকে বাধা দেয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে রাজীব মাটিতে পড়ে যান। রাজীব নিজেও চিৎকার চেঁচামেচি করেন এবং কর্মীদের গায়ে হাত তোলেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ইন্ডিগো তার বিরুদ্ধে মামলা করারও হুমকি দেয়।
ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। পরে এক লিখিত বিবৃতিতে ইন্ডিগো প্রেসিডেন্ট আদিত্য ঘোষ বলেন, ঘটনার কথা জানতে পেরে সেদিনই তিনি নিজে ফোন করে ওই যাত্রীর কাছে ক্ষমা চেয়েছেন। 'কোড অফ কনডাক্ট' ভঙ্গ হওয়ায় তদন্ত করে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে খবর নিয়ে জানা গেছে, যেসব কর্মী যাত্রীর সঙ্গে ধস্তাধস্তি করেছেন তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি ইন্ডিগো। ঘটনার ভিডিও ধারণ করেছিলেন মন্টু কালরা নামে এক বিমানকর্মী। সেই ভিডিওর সূত্র দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। এজন্য তাকেই বরখাস্ত করেছে ইন্ডিগো। সূত্র : এবেলা, বিবিসি
বিডি প্রতিদিন/৮ নভেম্বর, ২০১৭/ফারজানা