কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিনে সাতঁরিয়ে বাংলা চ্যানেল পাড়ি দিলেন ব্রিটিশ নারী বেকি হর্সবো।
রবিবার সকাল সাড়ে ৯ টায় দিকে শাহপরীরদ্বীপ জেটি ঘাট থেকে এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিমের নেতৃত্বে ব্রিটিশ নারী বেকি হর্সব্রো,ও মো. ওয়াছিয়ুর রহমানসহ ৩ জন সাঁতারু যাত্রা শুরু করেন।
চ্যানেলের ১৬.১ কিলোমিটার জলপথ ব্রিটিশ নারী বেকি হর্সব্রো পাড়ি দিতে পারলেও মুসা ইব্রাহীম ও মো. ওয়াছিয়ুর রহমান পায়ে মাছের আঘাতের কারণে ১ ঘন্টার পর নৌকায় উঠে পড়েন। পরে আর পাড়ি দিতে পারেনি। এবারের সাঁতারে ৪ ঘণ্টা ১৫ মিনিটে ব্রিটিশ নারী বেকি হর্সব্রো সেন্টমার্টিন পৌঁছেন।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান