ইতিহাসের পাতা খুঁজলে দেখা মিলবে অহরহ জাতিগত সংঘাতের ঘটনা। এমনই সংঘাতের ছায়ার রাশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো ব্যাটল অফ দ্য নেশনস নামে এক প্রতিযোগিতা। যেখানে অংশ নেয় ব্রিটেন, জার্মানি এবং ইউক্রেনের ২০ দল।
ব্যাটেল অফ দ্য ন্যাশন কোন রাষ্ট্র কিংবা সাম্রাজ্য দখলের যুদ্ধ নয় এটি। মধ্যযুগের বিভিন্ন জাতিগত সংঘাতগুলোর আদলে পিটার্সবার্গে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। যেখানে রয়েছে নানা নিয়ম কানুনও।
এ ব্যাপারে একজন প্রতিযোগী বলেন, 'এটি একটি শারীরিক শক্তিমত্তা প্রদর্শনের বড় মঞ্চ। অংশগ্রহনকারী শারীরিক ভাবে অনেক সক্ষম হতে হয়। প্রতিযোগিতায় অংশ নিতে হলে যুদ্ধ, ফেন্সিং, বক্সিং সব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হয়। খেলোয়াড়দের অনেক ভার নেয়ার ক্ষমতা থাকতে হয় কারণ পোশাকটাও অনেক ভারী।'
এছাড়া একজন দর্শক বলেন, 'এটা মনে হয় বিশ্বের সবচেয়ে ভয়াবহ খেলা। দেখতেও খুবই ভয়ঙ্কর। নির্দয়ের মতো একে অপরকে মারতে থাকে।'
২০০৯ সালে প্রথম আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। ইউক্রেনের কিয়েভে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় স্বাগতিকরা ছাড়াও অংশ নেয় বেলারুশ এবং পোলেন্ড। এরপর থেকে ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হয়ে আসছে প্রতিযোগিতাটি।
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৮/ওয়াসিফ