শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই। সেটা সত্যি বটে। তবে সেটা যে শুধু শিশুদের জন্য নয়। বডি বিল্ডারদেরও কাছেও নাকি মায়ের দুধ সমানভাবে মূল্যবান। তা প্রমাণ করে দিলেন সাইপ্রাসের এই মহিলা।
রাফেলা ল্যাম্পরুউ সাত মাস আগে পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান হওয়ার পর থেকে তিনি বুঝতে পারছিলেন ছেলেকে খাওয়ানোর পর নষ্ট হচ্ছে বুকের দুধ। বাড়তি দুধ তিনি বিক্রি করতে শুরু করেন অন্য শিশুদের। অনেক মায়ের বুকের দুধ তৈরি হয় না। তাদের শিশুদের জন্য নিজের বুকের দুধ বিক্রি করছিলেন তিনি।
এরপর কয়েকজন বডি বিল্ডার তার কাছে বুকের দুধ কেনার জন্য যান। পেশী শক্তি বাড়ানোর ক্ষেত্রে নাকি বুকের দুধের কার্যকারিতা সবচেয়ে বেশি। সেকারণেই তারা নানা রকম রাসায়নিক সাপ্লিমেন্টের পরিবর্তে মায়েদের বুকের দুধ কিনে খান। বডিবিল্ডারদের বুকের দুধ বিক্রি করে ইতিমধ্যে প্রায় ৪ কোটি টাকা আয় করে ফেলেছেন ২৪ বছরের ওই তরুণী।
বিষয়টি যাতে প্রচার পায় সেজন্য নিজের একটি ওয়েবসাইটও তৈরি করে ফেলেছেন সাইপ্রাসের এই তরুণী। এখন দুই পুত্রের জননী রাফেলা। স্বামী অ্যালেক্স এবং দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করেছেন। বডি বিল্ডারদের বুকের দুধ বিক্রি করাটা এখন তার ব্যবসা রমরমা হয়ে উঠেছে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর