চলছিল ভোট। বুথে ঢুকছে সাবেক প্রধানমন্ত্রী। সব ক্যামেরা তার দিকে তাক করা। আর তার মাঝেই ঝাঁপিয়ে পড়লেন এক নারী। খুলে ফেললেন পোশাক। মুহূর্তে সব ক্যামেরা ঘুরে গেল তাঁর দিকে। এমই পরিস্থিতি তৈরি হয়েছে ইতালির নির্বাচন চলাকালীন।
ইতালির বিশিষ্ট রাজনৈতিক নেতা তথা সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি তখন সবেমাত্র ভোট দিতে ঢুকছেন। তার সামনেই টেবিলের ওপর দুম করে দাঁড়িয়ে পড়েন ওই মহিলা। তার নগ্ন বুকে লেখা ,"বারলুসকোনি আপনার সময় গেছে।" তার পিছে লেখা ছিল Femen, যা ইউক্রেনের এক মহিলা বিক্ষুব্ধ গোষ্ঠীর নাম।
নগ্ন নারীকে দেখে চমকে যান সাবেক প্রধানমন্ত্রীও। তিনি অবাক হয়ে তাকিয়ে ছিলেন সেই নারীর দিকে। তাকে কোনোক্রমে টেবিল থেকে নামিয়ে ঘরের বাইরে বের করে দেওয়া হয়। উল্লেখ্য ইতালিতে সবথেকে বেশি সময় প্রধানমন্ত্রী পদে থেকেছেন এই বারলুসকোনি। তিনি একজন পশুপ্রেমীও বটে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর