ভারতের দিল্লিতে তান্ত্রিক গুরুর নির্দেশে স্বামীকে বিষ খাইয়ে খুন করেছেন এক নারী। এ অভিযোগে ভি রামা নামের ওই নারীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুুলিশ।
ভণ্ড তান্ত্রিকের নাম শ্যাম সিং। ২৬ ফেব্রুয়ারি ডি শ্রীনিবাস মূর্তি নামে এক ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় রাম মনোহর লোহিয়া হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা চলার সময়েই মৃত্যু হয় ওই ব্যক্তির।
তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে শ্রীনিবাসকে হাসপাতালে নিয়ে এসেছিল দিল্লি কালীবাড়ি এলাকার এক নারী। সিসিটিভি থেকে ওই নারীর গাড়ির নাম্বার পেয়ে যায় পুলিশ। তারপরে ওই মহিলাকে খুঁজে পেতে অসুবিধা হয়নি তাদের। যদিও ভুয়ো ফোন নাম্বার দিয়ে ওই নারী বিভ্রান্ত করার চেষ্টা করেছিল পুলিশকে। কিন্তু শেষরক্ষা হয়নি। ওই নারীকে জেরা করে পুলিশ জানতে পারে, তান্ত্রিকের নির্দেশেই নিজের স্বামীকে বিষ দিয়ে হত্যা করে ওই নারী। এমনকী খুন করার জন্য বিষও তান্ত্রিকই সরবরাহ করে করেছিল।
রামা আরও জানান, দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল শ্রীনিবাসের সঙ্গে। নিয়মিত মদ্যপান করত সে। সেই কারণেই ঝামেলা লেগে থাকত। নিষ্কৃতি পেতে স্বামীকে বিষ খাইয়ে মারে রামা।
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান