সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে দেশটিতে অনেক পরিবর্তন এসেছে। নারীদের ওপর দীর্ঘদিন ধরে থাকা অনেক নিষেধাজ্ঞা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। এ কারণে ধর্মীয় রক্ষণশীল দেশটির নারীরাও 'কাউন্টার অ্যাটাক' শুরু করার সাহস পাচ্ছেন। সম্প্রতি নারীদের সাহসিকতার তেমনই একটি দৃশ্য ভাইরাল হয়েছে। যেখানে পুরুষদের লাঠি নিয়ে তেড়ে যেতে দেখা যাচ্ছে এক নারীকে।
খালিদ টাইমসের খবর, এক সৌদি নারী চুল খোলা রেখে একটি পার্কে গিয়েছিলেন। এরপর তাকে নিয়ে আশপাশের মানুষ বিদ্রুপ করতে থাকে। বিরূপ পরিস্থিতির মুখোমুখি হলেও দমে না গিয়ে একটি কাঠের লাঠি নিয়ে সোজা পুরুষদের আক্রমণ করতে তেড়ে যান ওই নারী। এ সময় সেই পুরুষের দলকে দৌড়ে পালাতে দেখা যায় ভিডিওতে।
এদিকে, সৌদি নারীর এভাবে তেড়ে যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই তার সাহসের প্রশংসা করছেন। অবশ্য কেউ কেউ তার পোশাক ঠিক ছিল নাকি ছিল না, তা নিয়েও বিতর্ক করছেন।
সূত্র : খালিজ টাইমস
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৮/মাহবুব