ইন্দোনেশিয়ার বানদুং-এর চিড়িয়াখানায় এক দর্শক খাচার ভেতরে ছুঁড়ে ফেলেছিলেন জ্বলন্ত সিগারেটটা। আর মাটি থেকে সেটাই তুলে টানতে শুরু করল ওরাংওটাং। এমনই অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকল ইন্দোনেশিয়ার চিড়িয়াখানা। যেন চেন স্মোকার। এমন ভঙ্গিতেই সিগারেট ফুঁকতে থাকল ওই ওরাংওটাং।
এমনকিতেই ইন্দোনেশিয়ায় ধূমপায়ীর সংখ্যা অনেক বেশি। কিন্তু এভাবে অন্যান্য প্রাণীরাও যদি সিগারেটে আসক্ত হয়ে পড়ে, তা সত্যিই চিন্তার বিষয়। চিড়িয়াখানার মুখপাত্র জানিয়েছেন, এই ছবি খুবই অস্বস্তিকর। যে সময় গার্ড বাথরুমে গিয়েছিল, সেই সময় এই ঘটনা ঘটে। দর্শকদের খাবার দেওয়াত অনুমতি নেই। তা সত্বেও এই ঘটনা ঘটেছে ওই চিড়িয়াখানায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার