ইন্টারনেটে সম্প্রতি সৌদি আরবের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, একটি শিশুকে চেপে ধরেছে এক সিংহশাবক।
সৌদি আরবের জেদ্দায় বসন্ত উৎসবে সিংহ শাবকের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয় শিশুদের। এরপর একটি ৬ মাসের সিংহ শাবকের চারপাশে ঘোরাঘুরি করে শিশুরা, যাদের কারও বয়স ১০ বছরের ঊর্ধ্বে নয়। শিশুরা ছাড়া খাঁচায় ছিলেন একমাত্র প্রশিক্ষক।
কিন্তু খেলার ফাঁকে আচমকাই একটি শিশুকে চেপে ধরে সিংহশাবক। চিৎকার করতে থাকে সে। অতঃপর সিংহ শাবকের হাত থেকে শিশুটিকে রক্ষা করেন প্রশিক্ষক।
প্রাণে বেঁচে গেলেও সিংহ শাবকের থাবায় বেশ আহত হয়েছে শিশুটি।
বিডি প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/ওয়াসিফ