সদর দরজা দিয়ে ঢুকেই বড় একটা ড্রয়িং রুম৷ আর সেই রুমের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটি ডায়নোসরের কঙ্কাল৷ আশপাশে পাতা টেবিল, চেয়ার, সোফা৷ সেখানে দিব্যি বসে আড্ডা মারতে পারবেন অতিথিরা৷
কোনও গৃহস্থ বাড়িতে এমন দৃশ্য এখনও পর্যন্ত চোখে পড়েনি৷ কিন্তু ভবিষ্যতে পড়বে৷ ঘর সাজানোর সরঞ্জাম হিসেবে ব্যবহৃত চলেছে ডায়নোসরের হাড়৷ প্যারিসে চলতি সপ্তাহেই রয়েছে তার নিলাম৷ পকেটে টাকা থাকলে বড় লিভিং রুমের জন্য অনায়াসে নিতে পারেন এই নতুন জিনিস৷
অকশন হাউজ বিনোচে এট গিগোয়েলোর তরফে জানানো হয়েছে, “ফসিল মার্কেট এখন শুধু বিজ্ঞানীদের মধ্যেই সীমাবদ্ধ নেই৷ ডায়নোসর এখন ট্রেন্ডি৷ পোইন্টিংয়ের মতো সাজানোর জলজ্যান্ত বস্তু৷”
মানুষ ডায়নোসরের দাঁত খুব বেশি রকম পছন্দ করে বলে জানিয়েছেন বিক্রেতারা৷ কারণ এটির দৈর্ঘ্য সবচেয়ে কম৷ মাত্র ৩.৮ মিটার বা ১২.৫ ফিট৷ সেদিক থেকে দেখতে গেলে ডায়নোসরের নাক ও লেজ প্রায় ১২ মিটার লম্বা৷ ফলে ঘর সাজানোর জন্য দাঁত রাখাই শ্রেয়৷ কিন্তু এই বিপুল গ্রহণযোগ্যতার ফলে দাঁতের দাম ৬ লাখ ৫০ হাজার ইউরো৷ অথচ নাক ও লেজের দাম ৪ লাখ ৫০ হাজার ইউরো থেকে ৫ লাখ ইউরো৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর