রাতের আকাশে রহস্যময় এক আগুনের গোলা ঘিরে চাঞ্চল্য দেখা দিল সোশ্যাল মিডিয়ায়। অস্ট্রেলিয়ার পারথে গত মঙ্গলবার সেই আগুনের গোলা দেখা যায়। বলাই বাহুল্য, সেই ভিডিও দেখে উত্তেজিত নেটিজেনরা।
অনেকেই দাবি করেছেন, সেটি আসলে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীদের মহাকাশযান। তবে পারথ অবজার্ভেটরির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সেটা আসলে একটা উল্কা।
জানা যাচ্ছে, ১.৬ ফুট বা ৫০ সেন্টিমিটার লম্বা সেই উল্কাটি আচমকাই পৃথিবীর আবহমণ্ডলে ঢুকে পড়ে। রাতের আকাশের বুক চিরে আগুনের গোলাটির ভেসে চলার দৃশ্য অনেকেই ফোনে ক্যামেরাবন্দি করে ফেলেন। এবং তা ছড়িয়ে দেন ইন্টারনেটে।
অনেকেই আকাশে এমন এক দৃশ্য দেখে ভীত হয়ে পড়েছেন। কেউ কেউ আবার উত্তেজিত হয়ে পড়েন। কার্টিন বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞানীর দল সেই আগুনে গোলার ভিডিও খুঁটিয়ে পরীক্ষা করে দেখছেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর