শিরোনাম দেখে হয়তো অবাক হচ্ছেন! কিন্তু টুইটারে ঠিক এরকমই একটি বার্তা পোস্ট করেছেন কপিল দেব নামের পাকিস্তানের এক সংখ্যালঘু।
পাকিস্তানি পত্রিকা ডন-এ প্রকাশিত সরকারি চাকরির একটি বিজ্ঞাপনের ছবি সংযুক্ত করে দেশটির মানবাধিকার সংগঠনের কর্মকর্তা কপিল তার টুইট বার্তায় লিখেছেন-‘আপনাদের কাজ শুধু মল ত্যাগ করা আর আমাদের কাজ পরিষ্কার করা!’
আরএ নিয়ে দেশটির সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে। সরকারি চাকরির বিজ্ঞাপনে দেওয়া শর্তে দেশটির সংখ্যালঘুদের হেয় করার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপনটি পাকিস্তান রেঞ্জার্সের সিন্ধু বিভাগে কর্মী নিয়োগ সংক্রান্ত। এই কর্মী নিয়োগের বিজ্ঞাপনে জুতা মেরামতকারী, পরিচ্ছন্নকর্মী, নাপিত প্রভৃতি ট্রেডের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে- এসব পদ শুধু অমুসলিমদের জন্য। এই বিষয়টি-ই সমালোচনার জন্ম দিয়েছে।
গত ২৬ আগস্ট ডন পত্রিকায় প্রকাশিত পাকিস্তানি প্যারা-মিলিটারি বাহিনীর ওই বিজ্ঞাপনে দেখা যায়, এতে কমব্যাট (যোদ্ধা) এবং নন-কমব্যাট উভয় ক্যাটাগরিতেই লোক নিয়োগ হবে। মোট দশ ক্যাটাগরিতে লোক চাওয়া হয়েছে। সাব ইন্সপেক্টর থেকে নিয়ে হাবিলদার, নায়েক, ধর্মীয় শিক্ষক প্রভৃতি। সবশেষ ১০ নম্বর ক্যাটাগরিটি নন-কমব্যাটান্ট, এতে চাওয়া হয়েছে দর্জি, নাপিত, কাঠমিস্ত্রি, রংমিস্ত্রি, মুচি, ভিস্তিওয়ালা (পানি বহনকারী), পরিচ্ছন্নকর্মী প্রভৃতি।
এই বিষয়টির ইঙ্গিত করে কপিল মন্তব্য করেন- সুতরাং পাকিস্তানে পরিচ্ছন্নকর্মীর চাকরির জন্য যোগ্যতার মাপকাঠি হচ্ছে আপনাকে ‘শুধু অমুসলিম’ হতে হবে।
টুইটারে হামজা সারওয়ানি নামে একজন মন্তব্য করেছেন, বেশকিছু মাণদণ্ডের বিচারে এই জিনিসটি ঠিক হয়নি। আমাদের প্যারা-মিলিটারি বাহিনী থেকে এমন কিছু আশা করিনি। আমরা একটি জাতি। একটি জনতা। সবাই সমান। ধর্ম, গোত্র, সম্প্রদায় কোনো বিষয় নয়। পাকিস্তান জিন্দাবাদ।
ইমি রাথোর নামে একজনের টুইট মন্তব্য এরকম- যদি এটা সত্য হয়ে থাকে তবে এটা যে কতোটা খারাপ তা প্রকাশের ভাষা নেই- এটা ইসলামে স্বীকৃত মানবতা/সমানাধিকারের মূলনীতির বিরোধী এবং একই সঙ্গে পাকিস্তানের সংবিধানেরও বিরোধী। এছাড়া এটা প্রধানমন্ত্রী ইমরান খানের করা প্রতিশ্রুতিরও বিরোধী। এই বিষয়ে পাকিস্তান রেঞ্জার্স কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান