আইস বাকেট চ্যালেঞ্জের এবার হট ওয়াটার চ্যালেঞ্জ। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই চ্যালেঞ্জ। অনেকেই এই চ্যালেঞ্জে ভাগ নিয়ে গুরুতর আহত হয়ে পড়েছেন। সম্প্রতি ১৫ বছরের এক মার্কিন কিশোর কাইল্যান্ড ক্লার্ক হট ওয়াটার চ্যালেঞ্জের শিকার হয়ে এক সপ্তাহের ওপর হাসপাতালে চিকিৎসাধীন ৷
‘হট ওয়াটার চ্যালেঞ্জ’-এই খেলার নিয়ম অনুযায়ী কারও উপরে ফুটন্ত পানি ফেলে দিতে হবে বা স্ট্র দিয়ে ফুটন্ত পানি খেতে হবে। এই খেলা খুবই ভয়ঙ্কর। সম্প্রতি ক্লার্ক তার বন্ধুর সঙ্গে Youtube-এ হট ওয়াটার চ্যালেঞ্জ দেখতে দেখতে মজা করে হট ওয়াটার চ্যালেঞ্জ খেলার প্রস্তাব দিয়েছিল। এর জেরেই ভয়ানক মাশুল দিতে হয় ক্লার্ককে।
সে ঘুমিয়ে থাকার সময় তার বন্ধু ফুটন্ত পানি এনে তার মুখে ঢেলে দেয়।এর জেরে সেকেন্ড ডিগ্রি ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। ক্লার্ক জানায়, গরম পানি ঢেলে দেওয়ায় তার মুখ থেকে চামড়া খসে পড়তে থাকে। আয়নার সামনে যেতেই চমকে ওঠেন নিজের মুখের এই অবস্থা দেথে ৷ দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷
জানা গেছে, এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন এই চ্যালেঞ্জের জেরে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রায় এক বছর ধরে চলছে এই চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর