Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:৫০
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৪৮

এবার ভাইরাল ‘ডান্সিং আন্টি’, (ভিডিও)

অনলাইন ডেস্ক

এবার ভাইরাল ‘ডান্সিং আন্টি’, (ভিডিও)

ডান্সিং আঙ্কেলের পর ভারতে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন ‘ডান্সিং আন্টি’। যিনি নাচলে তার দিক থেকে চোখ ফেরানো যায় না! 

কয়েক মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে সঞ্জীব শ্রীবাস্তব নামে এক ব্যক্তি প্রাণ খুলে নেচেছিলেন। সেই নাচের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট হতেই বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে সঞ্জীব শ্রীবাস্তব 'ডান্সিং আঙ্কল' নামেই পরিচিত। একের পর এক তার নাচের ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটদুনিয়ায় সৌজন্যে রাতারাতি এতই জনপ্রিয় হয়ে উঠেন সেই আঙ্কল যে রিয়ালিটি শো'তেও আমন্ত্রণ পান। এমনকী স্ক্রিন স্পেস শেয়ার করেন সালমান খান এবং গোবিন্দোর সঙ্গে। এরই ধারাবাহিকতায় এবার ভাইরাল হলো ডান্সিং আন্টির নাচ।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যেখানে এক নারীকে গানের তালে নাচতে দেখা যাচ্ছে। তবে নাচের চেয়ে বেশি একে একপ্রকার ব্যায়াম বললেও খুব একটা ভুল হবে না। ‘সুলতান’ ছবিতে সালমান খানের সেই ডান্স স্টেপটার কথা মনে আছে? যেখানে মেঝেতে শুয়ে পড়ে ঘুরে ঘুরে নাচছেন সুলতান। ডান্সিং আন্টির স্টেপ অনেকটা তেমনই। তবে এ বয়সে এ ভঙ্গিতে নাচা বেশ কঠিনই। তাও আবার শাড়ি পরে। আর তার নাচ দেখতে ভিড়ও জমিয়েছেন অন্যান্য নারীরা। 

তাৎক্ষণিকভাবে এই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে শাড়ি পরার ধরন এবং সাজযোগ দেখে অনেকেরই ধারণা তিনি মারাঠি নারী। তাই আপাতত তাকে ডান্সিং আন্টি হিসেবেই ভারচুয়াল দুনিয়ায় পরিচয় করে দেওয়া হচ্ছে।

ভিডিও লিংক :  https://www.facebook.com/viralvideosof/videos/317731995442939/

বিডি প্রতিদিন/এনায়েত করিম


আপনার মন্তব্য