এবার এক আফগান কিশোরের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে একটি ক্ষুধার্ত বিড়ালকে দুধ পান করাতে দেখা গেছে সেই কিশোরকে। শহীদ পাসতিন নামের এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি প্রকাশ করেছেন।
শহীদ লিখেছেন, আমার নায়কের সঙ্গে পরিচিত হোন। পশতুন এই ছোট্ট গরীব বালকটি ছেড়া কাগজ, প্লাস্টিক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। নিজের জন্য দুপুরের খাবার কেনার পরিবর্তে সে বিড়ালের বাচ্চার জন্য দুধ কিনেছে। এই বালকটি লাখ লাখ সাধারণ মানুষের চেয়ে বেশি দয়ালু।
সূত্র: টাইমস নাউ
বিডি প্রতিদিন/ফারজানা