দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে প্রাণ হারালেন সন্দেহভাজন এক পাচারকারী। খবর অনুযায়ী, প্রথমে হাতির হামলায় গুরুতর আহত হন তিনি। আর তারপর সিংহের আক্রমণে প্রাণ হারান ওই পাচারকারী।
ঘটনাটি ঘটেছে গত ২ এপ্রিল। চার জনের সঙ্গে গন্ডার শিকারে এসেছিলেন ওই পাচারকারী। যদিও মৃত ওই পাচারকারীর অনুচরেরা তার পরিবারকে জানিয়েছে যে, একটি হাতির আক্রমণেই গুরুতম আহত হয়ে মারা গিয়েছেন তিনি।
আর তারপরই তার পরিবারের লোকজন ছুটে যান ক্রুগার ন্যাশনাল পার্কে। তন্ন তন্ন করে খোঁজার পরেও মেলেনি দেহ। মিলেছে কেবল তার কঙ্কাল। তবে তার দু'দিন পরে মৃত ওই ব্যক্তির ট্রাউজার পাওয়া গিয়েছে।
পার্কের ম্যানেজিং এগজিকিউটিভ গ্লেন ফিলিপস মৃত ওই পাচারকারীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তার কথায়, "এমনিতেই ক্রুগার ন্যাশনাল পার্কের ভেতরে প্রবেশ করা বেআইনি। তার পরে পায়ে হেঁটে আসাও একদম উচিৎ হয়নি। খুবই ঝুঁকিপূর্ণ কাজ। আর এই ঘটনাই তার প্রমাণ।"
দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক থেকে বহু দিন ধরেই গন্ডারের খড়গ বিশ্বের নানান প্রান্তে পাচার হচ্ছে। পার্ক কর্তৃপক্ষ বহু চেষ্টা করেও আটকাতে পারছিলেন না পাচার। কর্তৃপক্ষের দাবি, এই ঘটনার পর যদি পাচারকারীদের টনক নড়ে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর