কঠিন হ্যান্ডস্প্রিং ডাবল ফ্রন্ট ফ্লিপ ভল্ট পারফর্মেন্স করতে গিয়ে দুই পা ভেঙে গেছে আরেমিকান জিমন্যাস্ট স্যাম সেরিও। পারফর্মেন্স সময় মর্মান্তিক এ ঘটনা দেখে উপস্থিত দর্শকরার আতকে ওঠেন। আর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায়, গত শুক্রবার ব্যাটন রগ রিজিওনালের মঞ্চে কঠিন হ্যান্ডস্প্রিং ডাবল ফ্রন্ট ফ্লিপ ভল্ট পারফর্ম করছিলেন তিনি। কিন্তু ল্যান্ডিং করতে গিয়েই ঘটে মর্মান্তিক কাণ্ড। মেঝেতে পা ফেলতে গিয়েই তা ভুলভাবে পড়ে। আর সঙ্গে সঙ্গে হাঁটু থেকে ভেঙে যায় পা। যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন স্যাম। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও হতভম্ব হয়ে যান। ছুটে আসে মেডিক্যাল টিম এবং প্রশিক্ষক।
সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দু-পায়েই অস্ত্রোপচার হয়েছে তাঁর। এমন আঘাতের পর যে আর কোনওভাবেই জিমন্যাস্টিক্সের দুনিয়ায় ফেরা সম্ভব নয়, তা বুঝে গিয়েছিলেন স্যাম। আর তাই সেই ঘটনার পরই নিজের অবসর ঘোষণা করেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট পড়ে শোকাহত নেটিজেনরা।
তিনি লেখেন, “শুক্রবারটাই জিমন্যাস্টিক্সের দুনিয়ায় আমার শেষ রাত। দীর্ঘ আঠারো বছরের ক্যারিয়ার শেষ করলাম। এই মঞ্চ আমায় অনেক কিছু শিখিয়েছে। জিমন্যাস্টিক্স আমায় যা দিয়েছে তার জন্য আমি গর্বিত।” সকলকে ধন্যবাদ জানিয়েই নিজের কেরিয়ারে ইতি টানলেন স্যাম।
স্যামের দলের কোচ জেফ গ্রাবা বলেন, “স্যামকে ওভাবে চোখের সামনে দেখাটা খুব কঠিন ছিল। শুধু এটুকুই বলতে পেরেছিলাম। সবাই এসো ওকে সাহায্য করতে।” সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যা দেখে প্রত্যেকেই দুঃখপ্রকাশ করেছেন।
স্যাম অউবার্ন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। মাস দুয়েক পরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। কিন্তু আর আগেই বড়সড় দুর্ঘটনা ঘটে গেল।
ভাইরাল হওয়া ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। তবে সাবধান! হার্ট দুর্বল হলে ভিডিওটি না দেখাই ভালো। কারণ এ ভিডিও দেখলে শিউরে উঠতে পারেন।
বিডি প্রতিদিন/হিমেল