নিয়মিত গোসল করেন না স্বামী। সপ্তাহে একবার গোসল করতেও তার অনেক অনীহা। এছাড়া ঠিকমত দাড়িও কামান না, আর তাই দুর্গন্ধে নাকি থাকা যেত না। এরপর একপ্রকার বাধ্য হয়ে ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা ঠুকে দেন স্ত্রী। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, গত বছর ওই দম্পতির বিয়ে হয়। কিন্তু সমস্যার শুরু হয় ছয় মাস আগে। ওই স্ত্রীর অভিযোগ, সপ্তাহে তার স্বামী মাত্র একবার গোসল করেন, তা করতেও তার অনেক অনীহা। এছাড়া ঠিকমত দাড়িও কামায় না বলে স্ত্রীর অভিযোগ। দুর্গন্ধে নাকি থাকা যেত না।
এদিকে স্ত্রীর করা মামলায় বিচারক আরএন চাঁদ ছ’মাসের জন্য দু’জনকে আলাদা থাকার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে কাউন্সেলিং চলবে দু’জনেরই।
কোর্ট কাউন্সিলর সাহিল অবস্তী জানান, স্ত্রী মোটেই আর তার স্বামীর সঙ্গে থাকতে চাইছেন না একসঙ্গে।
বিডি প্রতিদিন/হিমেল