২৫ মে, ২০১৯ ১৪:০৭

সাপ খাচ্ছে কাঠবিড়ালি!

অনলাইন ডেস্ক

সাপ খাচ্ছে কাঠবিড়ালি!

সাপ ও কাঠবিড়ালির মধ্যেলড়াইয়ে বেশিরভাগ মানুষই সাপের পক্ষে বাজি ধরবেন। কারণ সাপের মতো বিষাক্ত প্রাণীর সঙ্গে শান্তশিষ্ট কাঠবিড়ালির না পেরে ওঠাটাই স্বাভাবিক। কিন্তু সেই ধারণাকে ভেঙে দিল সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি পোস্ট।

আমেরিকার ন্যাশনাল পার্ক সার্ভিসের ফেসবুক পেজে করা হয়েছে সেই পোস্ট। পোস্টের সেই ছবিতে দেখা যাচ্ছে, প্রায় দু’হাত লম্বা একটি সাপকে ধরে খাচ্ছে একটি কাঠবিড়ালি। ঘটনাটি গুয়েদালুপ মাউন্টেন ন্যাশনাল পার্কের। 

ওই ঘটনার ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘চেহারা দেখে একে মোটেও নিরীহ ভাববেন না। কারণ, সাধারণত ফল, শাক-সবজি, বাদাম খেয়ে থাকলেও খুব খিদে পেলে এই বিশেষ প্রজাতির কাঠবেড়ালি কিন্তু পাখির ডিম, টিকটিকি, সাপ খেয়ে পেট ভরায় অনায়াসে।’ 

যেমন, এই ছবিতে প্রায় দু’হাত লম্বা সাপটিকে দু’হাতে ধরে আরাম করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সে! সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন জাতীয় পার্কের কর্মীরাই। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর