২৭ মে, ২০১৯ ১৩:১১

ফাঁস হলো বিশ্বের বৃহত্তম গুহার নতুন রহস্য!

অনলাইন ডেস্ক

ফাঁস হলো বিশ্বের বৃহত্তম গুহার নতুন রহস্য!

ফাইল ছবি

ভিয়েতনামের ফুং নাহ-কে ব্যাং ন্যাশনাল পার্কে গাছপালার মাঝে ঢাকা পড়ে যাওয়া সুন ডং গুহাটির সন্ধান মিলেছিল ২০০৯ সালে। এরপর ২০১০ সালে জানা যায়, সেটিই পৃথিবীর বৃহত্তম গুহা। আয়তনে প্রায় ৩ কোটি ৮৫ লক্ষ কিউবিক মিটার। 

কিন্তু অতি সম্প্রতি তিন ব্রিটিশ ডুবুরি ওই গুহার মধ্যে বয়ে চলা নদীর নীচে আরও একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন, যা সুন ডং-কে যুক্ত করছে হাং থুং গুহার সঙ্গে। ফলে বৃহত্তম গুহাটির আয়তন আদতে ৪ কোটি ১ লক্ষ কিউবিক মিটার। 

যে ব্রিটিশ ডুবুরিররা থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ফুটবলারদের উদ্ধার করেছিলেন, তাদেরই সুন ডং গুহায় আমন্ত্রণ জানিয়েছিল ভিয়েতনাম প্রশাসন। নিছক ভ্রমণের আমন্ত্রণ যে এত বড় আবিষ্কারের জন্ম দেবে, ভাবতে পারেনি তারা। 

 

বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর