গাড়ি নিয়ে রওনা দিয়েছিলেন ডেনভারের কোনি মোলসিস। গন্তব্য ডেনভার বিমানবন্দর। নির্দিষ্ট সময়ে বিমান ধরতে হবে। তাই গুগল ম্যাপস দেখে নিলেন শর্টকাট রাস্তা। বাঁধ সাধল রাস্তার কাদা। গুগলের দেখানো পথে গিয়ে গাড়ি নিয়ে কাদা ভরা মাঠে ফেঁসে গেলেন তিনি।
শুধু কোনিই নন, গুগল ম্যাপের নেভিগেশনে দেখানো শর্টকাট নিতে গিয়ে বিপাকে পড়লেন শতাধিক চালক। তাদের অভিযোগ, গত রবিবার সকালে বিমানবন্দর যাওয়ার প্রধান রাস্তায় জ্যাম দেখাচ্ছিল গুগল ম্যাপসে। শর্টকাট হিসাবে দেখানো হয়েছিল একটি সরু রাস্তা। সেই মতোই গাড়ি নিয়ে সেই সরু রাস্তায় প্রবেশ করেন তারা।
কিন্তু সরু পাকা রাস্তা ক্রমে বদলে যায় কাচা মাটির রাস্তায়। কিছু দূর যেতেই কাদাভরা নরম মাটির একটি মাঠের মাঝে এসে পৌঁছায় শত শত গাড়ি। কাদা মাঠের মাঝে গেঁথে যায় চাকা। গাড়িগুলি হয়ে যায় কার্যত অচল। কাদায় গাঁথা গাড়ির চাকা নিয়ে ঠেলাঠেলি শুরু করেন তারা।
গুগলের দেখানো শর্ট-কাটে গিয়ে বিপদে পড়েন বিমানবন্দরগামী ট্যাক্সির আরোহীরাও। উপায়ান্তর না দেখে গাড়ি থেকে বের হয়ে কাদা মাঠে হাঁটতে শুরু করেন তারা। কেউ কেউ চড়ে বসেন অন্য কারও কম কাদায় থাকা গাড়িতে। তবে গুগল ম্যাপসকে সরাসরি দুষতে নারাজ চালকরা। বৃষ্টিতে রাস্তা খারাপ হওয়াতেই এই দুর্দশা, মত তাদের।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ