অচেনা বাইক আরোহীকে দেখলেই কুকুর তাকে তাড়া করে। কিন্তু বাইকের পেছনে বাঘকে তাড়া করতে দেখেছেন বা শুনেছেন কখনও? না দেখে-শুনে থাকলে এখনই চোখ রাখুন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ থেকে পোস্ট করা এই ভিডিও।
যেখানে দেখা যাচ্ছে, এক বন কর্মকর্তা বাইকে চড়ে যাচ্ছেন। আর তার পেছনে তীরের বেগে দৌড়ে আসছে রয়েল বেঙ্গল টাইগার!
ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, কেরালের ওয়াইনাড়ের মুথঙ্গা অভয়ারণ্যের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছিলেন দুই ব্যক্তি। আচমকাই নজরে আসে, বাঘ তাড়া করেছে তাদের। ভিডিওতে এটাও দেখা গেছে, যে কয়েক সেকেন্ড পিছু ধাওয়া করার পর ফের জঙ্গলে ফিরে যায় বাঘ। ওই দুই বাইক আরোহীই বন কর্মকর্তা ছিলেন। দফতরে কাজেই বেরিয়েছিলেন তারা।
তবে বন কর্মকর্তার পেছনে বাঘের তাড়া করার এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মানুষ যেমন বন্যপ্রাণীকে নিজেদের এলাকায় ঘেষঁতে দেয় না, তেমনি তাদের জগতে মানুষ পা রাখলে রীতিমতো বিরক্ত হয় বন্যপ্রাণীরাও।
বিডি প্রতিদিন/০২ জুলাই, ২০১৯/আরাফাত