১৭ জুলাই, ২০১৯ ১০:২৩

খড় দিয়ে আন্তর্জাতিক ভাস্কর্য নির্মাণ প্রতিযোগিতা!

অনলাইন ডেস্ক

খড় দিয়ে আন্তর্জাতিক ভাস্কর্য নির্মাণ প্রতিযোগিতা!

খড়-কুটো দিয়ে তৈরি আন্তর্জাতিক ভাস্কর্য নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে। এতে অংশ নেয় বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ১২টি শিল্পীদল। 

এবারের প্রতিযোগিতায় জুরি ও ইয়ুথ অডিয়েন্স দুটি অ্যাওয়ার্ডই জিতে নেয় লিথুয়ানিয়ার দল 'ক্যামেলিয়ন'।

দেশটির আলপাইন শহরে এ বছর ৮ম বারের মত এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে অংশ নেয় বিভিন্ন দেশ থেকে আসা ১২টি দল। ভাস্কর্যগুলো তৈরিতে ভাস্করদের সময় লাগে ৫দিন। আর এগুলো তৈরি করতে প্রত্যেক শিল্পীকে দেয়া হয় ১ হাজার কেজি খড়-কুটো।

এবারের প্রতিযোগিতায় বিশাল এক টিকটিকি নির্মাণ করে প্রথম জুরি প্রাইজ জিতে নেয় লিথুয়ানিয়া থেকে আসা দল 'ক্যামেলিয়ন'। দলটি ইয়ুথ অডিয়েন্স প্রাইজও জিতে নেয়। আর দ্বিতীয় পুরস্কারটি জিতে নেয় রুশ দল 'দ্য পাওয়ার অব দ্য সাবকনশাস'।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর