১৯ জুলাই, ২০১৯ ১৩:১৪

অস্ত্রোপচার করে যুবকের পাকস্থলীতে পাওয়া গেল ৩৩টি কলম!

অনলাইন ডেস্ক

অস্ত্রোপচার করে যুবকের পাকস্থলীতে পাওয়া গেল ৩৩টি কলম!

সংগৃহীত ছবি

৩০ বছরের যুবক যোগেশের পেটে অসহ্য ব্যাথা। সন্দেহ হওয়ায় এক্স-রে করে দেখতে বলেন চিকিৎসক। এক্স-রে এর ছবি হাতে পেয়েই চোখ কপালে ওঠে চিকিৎসকদের। পেটের ভিতরে রয়েছে পেন, ব্লেড, তারের টুকরো। 

দ্রুত অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অপারেশন করার পর পেট থেকে বের হয় ৩৩টি ধারালো বস্তু। অপারেশন শেষে এখন অবশ্য সুস্থ যোগেশ। অত্যাশ্চর্য ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইশানগরের। 

ছোট থেকেই কলম, ব্লেড, তার ইত্যাদি গিলে খাওয়ার বাতিক ছিল যোগেশের। দীর্ঘ দিন ধরে সেই কল্ম, ব্লেড, তার জমতে থাকে পাকস্থলীতে। পেটে থাকা এসব ছুঁচালো জিনিসের ব্যাথায় অস্থির হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত থাকতে না পেরে চিকিৎসকের কাছে যায় সে। আর তার পরেই চক্ষু চরকগাছ হয় চিকিৎসকদের। 


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর