শিরোনাম
২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:৩০

লাইভ রিপোর্টিংয়ে হঠাৎ চালু ক্যামেরা ফিল্টার, অতঃপর...

অনলাইন ডেস্ক

লাইভ রিপোর্টিংয়ে হঠাৎ চালু ক্যামেরা ফিল্টার, অতঃপর...

আমেরিকার নর্থ ক্যারোলিনায় সম্প্রতি হচ্ছিল তুষারপাত। আবহাওয়ার সেই পরিস্থিতি দর্শকদের সামনে তুলে ধরতে লাইভ রিপোর্টিং করতে গিয়েছিলেন জাস্টিন হিন্টন নামের এক সাংবাদিক। লাইভ রিপোর্টিং করার সময় যা ঘটেছে তা মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। 

জানা গছে, ক্যারোলিনার অ্যাশভিল এলাকায় লাইভ করতে গিয়েছিলেন তিনি। ক্যামেরা সামনে রেখে আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরছিলেন। কিন্তু এই কাজ করার সময় তার অজান্তেই ক্যামেরার ফিল্টার চালু হয়ে যায়। যার জেরে তার মুখের উপর ভেসে উঠতে থাকে একের পর এক প্রতিকৃতি। কখনও হেলমেট তো কখনও বিড়াল। কখনও সান্তা ক্লজের টুপি তো কখনও নকল দাড়ি। 

যদিও জাস্টিন জানতেই পারেননি যে তার লাইভে এই ঘটনা ঘটছে। তিনি নিজের ছন্দেই করে যাচ্ছেন ওয়েদার রিপোর্টিং। এই দেখে নেটিজেনরা হেসে লুটোপুটি খাচ্ছেন। ভিডিওতে বিভিন্ন মজাদার মন্তব্যও করেছেন তারা। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সেই ভিডিও

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর