বিশ্বের নানা ধরনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে যেমন অনুপ্রেরণামূলক সাফল্য আছে, তেমনি আছে এমন কিছু রেকর্ড যা ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানুষের জন্য একেবারেই অনুপযোগী। সম্প্রতি এমনই এক চমকপ্রদ কিন্তু ঝুঁকিপূর্ণ কীর্তি গড়েছেন চীনের হেবেই প্রদেশের ঝাংজিয়াকোউয়ের বাসিন্দা লিউ ওয়েইকিয়াং।
২৯ বছর বয়সী এই ফিটনেস ট্রেইনার এক আঙুলে সবচেয়ে বেশি ওজন তোলার নতুন বিশ্বরেকর্ড করেছেন। মাঝের আঙুলে ৩১৯.০৫ পাউন্ড (১৪৪.৭২ কেজি) তুলতে সক্ষম হন তিনি, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে। এর আগে, তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার এ চ্যালেঞ্জে অংশ নেন এবং তখন ৬ কেজি ওজন তুলে পূর্ববর্তী রেকর্ড ভেঙেছিলেন।
রেকর্ড গড়ার সময় লিউ একটি ক্যারাবিনারকে পুরু ফিটনেস তারের সঙ্গে যুক্ত করেন, যেখানে ছয়টি ধাতব প্লেট ছিল যার মোট ওজন ছিল ৩০০ পাউন্ড (১৩৬ কেজি)-এরও বেশি। এবার তিনি আগের রেকর্ড ছাড়িয়ে অতিরিক্ত ১৯ পাউন্ড তুলতে সক্ষম হন এবং প্রায় ১০ সেকেন্ড ধরে সেই ওজন ধরে রাখেন। লিউ কেবল এই একটি রেকর্ডেই থেমে নেই। তার ঝুলিতে রয়েছে মোট আটটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
এর মধ্যে রয়েছে- এক মিনিটে ৮০ পাউন্ড ওজনের প্যাকে সর্বাধিক পুল-আপ ২৫টি, সবচেয়ে ভারী পুল-আপ ২৪০.৭ পাউন্ড (১০৯.২০ কেজি) ও এক মিনিটে ৮০ পাউন্ড ওজন নিয়ে সর্বাধিক নাকল পুশ-আপ ১৫৮.৭ পাউন্ড (৭২ কেজি)
ফিটনেস দুনিয়ায় লিউ ওয়েইকিয়াংয়ের পথচলা শুরু হয় ১৪ বছর আগে। দীর্ঘদিন ধরে তিনি কঠিন ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং ব্যায়াম অনুশীলন করে আসছেন। নিজের এসব অর্জন তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যেখানে অসংখ্য ভক্ত তাকে অনুসরণ করেন ও অনুপ্রাণিত হন।
তবে লিউ সবসময় দর্শকদের সতর্ক করে বলেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার আগে যথাযথ প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও নিরাপত্তা ছাড়া চেষ্টা করা উচিত নয়।
সূত্র : গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ