২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:০৭

মাদারীপুর পৌর নির্বাচনে ভুয়া সাংবাদিককে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর পৌর নির্বাচনে ভুয়া সাংবাদিককে জরিমানা

মাদারীপুর পৌর নির্বাচন চলাকালে প্রভাব বিস্তারের অভিযোগ সাইদুর রহমান নামে এক ভুয়া সাংবাদিককে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ৭ দিনের কারাদন্ডের আদেশ দিয়েছে।

সূত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর পৌরসভার  চরমুগরিয়া মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিক পরিচয়ে প্রভাব বিস্তার করছিল সাইদুর রহমান নামে এক যুবক। বিষয়টি স্থানীয়রা দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করলে তৎক্ষনাত ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন, অনাদায়ে ৭ দিনের কারাদন্ডের আদেশ দিয়েছেন। পরে দুই হাজার টাকা জরিমানা প্রদান করে অভিযুক্ত সাইদুর রহমান।

মাদারীপুর জেলা প্রাশসক কার্যালয়ের তথ্যপ্রদানকারী কর্মকর্তা মো. সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার কাছে নির্বাচন কমিশন ইস্যুকৃত কোন কার্ড ছিলো না। প্রভাব বিস্তারের অভিযোগে একজনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে তাকে ৭ দিন কারাদন্ডের আদেশ দিয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর