২৮ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৩৩

রায়পুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীর জয়

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীর জয়

গিয়াস উদ্দিন রুবেল ভাট

রায়পুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট ৮ হাজার ৪০২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবিএম জিলানী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৪১ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মনির পেয়েছেন ৩০৭ ভোট।

রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। এরপর বিভিন্ন কেন্দ্র থেকে পাঠানো তথ্যানুযায়ী এ ফলাফল পাওয়া যায়।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাওয়া তথ্যে জানা যায়, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট ৬ হাজার ৯৬১ ভোট বেশি পেয়েছেন।

তার বিজয়ের খবরে রায়পুর পৌর শহরে বিজয় মিছিল বের করে নৌকা প্রতীক প্রার্থীর কর্মী-সমর্থকরা। এসময় তারা গিয়াস উদ্দিন রুবেল ভাটের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে আবু নাছের বাবু, ২ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান রিজভী, ৩ নম্বর ওয়ার্ডে ইউছুফ আলী বিএসএস, ৪ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন বাহার, ৫ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন নোমান, ৬ নম্বর ওয়ার্ডে আইনুল কবির মনির, ৭ নম্বর ওয়ার্ডে মেহেদী হাসান শিশির পাঠান, ৮ নম্বর ওয়ার্ডে মো. আবুল হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডে রুবেল প্রধানিয়া।

সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন- ১, ২ এবং ৩ নম্বরে নাজমে আরা মনি। ৪, ৫ এবং ৬ নম্বরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেরদৌসী আক্তার স্বপ্না। আর ৭, ৮ এবং ৯ নম্বরে সামছুন নাহার লিলি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর