বহুল আলোচিত মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলায় শুনানি শেষ হয়েছে। আগামী ১০ ফ্রেব্রয়ারি মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে আদালত। আজ রাষ্ট্রপক্ষের সর্বশেষ যুক্তিতর্ক শেষে দুপুর ১২টায় ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসনে আরা দিন ধার্য করেন।
এর আগে আদালতে হাজিরা দেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সকাল সোয়া ১১টায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে বিশেষ আদালতে যান। তার আগেই আদালতে উপস্থিত হন অপর আসামী মেজর (অব.) কাজী এমদাদুল হক ও লে. কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া।
প্রসঙ্গত, মেজর জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের ১৪ বছর পর মামলাটি দায়ের করা হয়। বর্তমানে মামলার বয়স ১৮ বছর। ১৯৮১ সালে মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। আগামী ১ জুন মঞ্জুর হত্যার ৩২ বছর পূর্ণ হবে।