বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহমূলক কোন বক্তব্য রাখেননি। এ নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে। তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মুখে এ ধরনের মিথ্যাচার শোভা পায় না। আজ বুধবার দুপুরে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতা গ্রহণ করেই বিএনপি নেতাকর্মীদের হত্যা-গুম করতে শুরু করেছে। এ পর্যন্ত তারা ১৮৭ জনকে গুপ্ত হত্যা বা গুম করেছে। আর এসময়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২২২ জন। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে। তিনি বলেন, দেশে এখন গণতন্ত্রের লেশ মাত্র অবশিষ্ট নেই। হত্যা বেড়েছে। যৌথবাহিনী দিয়ে জনগণের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।
ফখরুল বলেন, সরকার তথাকথিত নির্বাচন করেছে যেখানে ৫ ভাগও ভোট পড়েনি। এমন নির্বাচনে নির্বাচিত হয়ে জোর করে ক্ষমতায় এসেছে। যে নির্বাচনে আওয়ামী জোট ছাড়া নিবন্ধিত বাকি ৩০টি দলের কেউই অংশ নেয়নি। এই নির্বাচনে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে।
সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহাগরের সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।