বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাত পৌনে নয়টায় চেয়ারপারসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষে আছেন- ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, উপদেষ্টা ড. ওসমান ফারুক, এডভোকেট জয়নাল আবেদীন, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া।
পেশাজীবীদের মধ্য বৈঠকে উপস্থিত আছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, প্রা-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোস্তাহিদুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও ডক্টরস এসোসিয়েশনের অব বাংলাদেশের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি রুহুল আমীন গাজী প্রমুখ।