বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান ভারতের রাষ্ট্রীয় সম্মাননা 'পদ্মভূষণ' পেলেন। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এটি ঘোষণা করা হয়। গতকাল ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এ বছর 'পদ্মবিভূষণ' পেয়েছেন দুজন, 'পদ্মভূষণ' ২৪ জন এবং 'পদ্মশ্রী' পেয়েছেন ১০১ জন। এর মধ্যে শিক্ষা ও সাহিত্যে পদ্মভূষণ পেয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান। পদ্মভূষণ ভারতের তৃতীয় বেসামরিক সর্বোচ্চ সম্মাননা।
পদ্মভূষণ সম্মানে ভূষিত হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে অধ্যাপক আনিসুজ্জামান রাতে সাংবাদিকদের বলেন, 'আগে এ বিষয়ে আমি কিছু জানতাম না। তাই এটি আমার কাছে অপ্রত্যাশিত আনন্দের সংবাদ। আমি খুব সম্মানিত বোধ করছি। ভারত সরকারকে ধন্যবাদ জানাই।' টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বাংলাদেশের আনিসুজ্জামানসহ তিন বিদেশি এ সম্মানে ভূষিত হচ্ছেন।