সাতক্ষীরার দেবহাটায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে উপজেলা শিবির সম্পাদক আবুল কালাম ও তার সহযোগী শিবিরকর্মী মারুফ হাসান ছোট নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। ঘটনাস্থল দেবহাটার নারিকেলি গ্রাম থেকে দুটি পাইপ গান, পাঁচটি বোমা ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত উপজেলা শিবির সম্পাদক আবুল কালাম দেবহাটার কুলিয়া গ্রামের আকবর আলির ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের প্রথম বর্ষ সম্মানের ছাত্র। অপরদিকে, নিহত শিবিরকর্মী মারুফ হাসান ছোট একই গ্রামের জামায়াত নেতা আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, কালাম ও মারুফকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে। গতকাল শনিবার রাতে তাদেরকে নিয়ে যৌথবাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধারের জন্য নারিকেলি এলাকায় গেলে জামায়াত ও শিবির সদস্যরা তাদের ওপর গুলি ও বোমা ছুঁড়ে মারতে থাকে। এ সময় যৌথবাহিনীও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে আবুল কালাম ও মারুফ গুলিবদ্ধি হয়। তাদেরকে প্রথমে দেবহাটার সখিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলার আসামি। দেবহাটা থানায় আবুল কালামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতা, পুলিশের ওপর হামলা ও খুনসহ ১০টি ও মারুফ হাসানের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, নিহতদের স্বজনরা জানান, তাদেরকে ধরে নিয়ে দেবহাটা থানায় রাখা হয়। পরে তাদেরকে নারিকেলি এলাকায় নিয়ে গুলি করে হত্যা করা হয়।